সাম্প্রতিক খবর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ সালের এই দিনে পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি ‘মোবারক লজ’-এ জন্মগ্রহণ করেন। মা সৈয়দা মোবারুকুন্নেসা এবং বাবা মৌলবি আব্দুস সামাদ৷ তিনি পেশায় ছিলেন ঢাকা কালেক্টর অফিসের সুপার৷ নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে ছিল তাদের পৈতৃক নিবাস৷ নয় ভাই দুই বোনের পরিবারে জন্ম নেয়া মতিউর ছিলেন অষ্টম৷ ছেলেবেলা থেকেই তিনি সুস্বাস্থ্যের অধিকারী, দুরন্ত, ডানপিটে৷ ১৯৫২ সালে ঢাকা কলেজিয়েট স্কুলে তৃতীয় শ্রেণীতে তাঁর শিক্ষাজীবন শুরু ৷

১৯৬০ সালে মতিউর রহমান কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে মেট্রিক পাস করলেন ডিস্টিংশনসহ৷ এরপর ১৯৬১ সালের আগস্টের ১৫ তারিখে তিনি রিসালপুরে পাকিস্তানি বিমান বাহিনীর একাডেমিতে ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগ দেন জিডি পাইলট কোর্সে৷ মতিউর ছিলেন একজন চৌকস ক্যাডেট৷ তার একাগ্রতা, ইচ্ছা আর মেধা দিয়ে তিনি এগিয়ে গেলেন।মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয়,তিনি তাঁদের মধ্যে অন্যতম। দুরন্ত শিশু-কিশোর পত্রিকার পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা ও ভালবাসা এই বীর শহীদের জন্য।

দুরন্ত প্রতিনিধি-চৈতি দাস অদিতি

Leave a Reply