খেলাধুলা

শুভ জন্মদিন লিও, হার না মানা জাদুকর

 

আজ ২৪ জুন, ২০২৫ — ফুটবল বিশ্ব আজ উদযাপন করছে এক মহানায়কের জন্মদিন। কারণ আজ ৩৮ বছরে পা দিলেন ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম নেওয়া মেসি ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিলেন, যা পরবর্তী সময়ে তাঁকে বিশ্বমঞ্চে কিংবদন্তি হিসেবে পরিচিত করে তোলে। শৈশবে শারীরিক সমস্যার সঙ্গে যুদ্ধ করেও থেমে থাকেননি তিনি; পরিবারের অকুণ্ঠ সমর্থন এবং তাঁর অদম্য ইচ্ছাশক্তি তাঁকে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় নিয়ে যায়, যেখানে শুরু হয় তাঁর মহানায়কোচিত যাত্রা। বার্সেলোনায় পেশাদার ফুটবলে পা রাখার পর টানা ১৭টি মৌসুমে একের পর এক ইতিহাস গড়েছেন মেসি — জিতেছেন মোট ৩৫টি ট্রফি। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ৩টি উয়েফা সুপার কাপ এবং ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ। এসময়ে মেসি করেছেন মোট ৬৭২টি গোল — যা একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের ইতিহাসে শীর্ষে। ব্যক্তিগত অর্জনে তিনি পেয়েছেন ৮টি ব্যালন ডি’অর এবং ৬টি ইউরোপিয়ান গোল্ডেন শু, যেগুলো তাঁর মুকুটের উজ্জ্বলতম হীরকখণ্ড।

আন্তর্জাতিক মঞ্চে মেসি প্রথমে ২০০৮ সালে অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন।তবে তাঁর সবচেয়ে বড় সাফল্যগুলো এসেছে অনেক পরে।

ক্লাব ফুটবলের অসাধারণ সাফল্যের পাশাপাশি জাতীয় দলের হয়ে মেসির অবদানও অসামান্য।২০২১ সালে কোপা আমেরিকা জয় এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়। বিশেষ করে বিশ্বকাপে তাঁর নেতৃত্বগুণ, ৭ গোল এবং ৩ অ্যাসিস্টের অসাধারণ পারফরম্যান্স তাকে এনে দেয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল। এর পরপরই, ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা দলে তাঁর নেতৃত্বের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়।
মাঠের ভেতরে এবং বাইরে তাঁর বিনয়ী চরিত্র, মানবিক কর্মকাণ্ড এবং পরিবারের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে।

প্যারিস সেন্ট জার্মেই ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন মেসি, যেখানে প্রথম মৌসুমেই Leagues Cup জয়লাভ করে আবারও প্রমাণ করেছেন তাঁর জাদুকরি ছোঁয়া আজও অমলিন।

আজকের বিশেষ দিনে সামাজিক মাধ্যমে তাঁর জন্মদিনের শুভেচ্ছায় মেতেছে বিশ্বের অগণিত ভক্ত। বার্সেলোনা, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জানানো হয়েছে উষ্ণ শুভেচ্ছা। মেসির জন্মদিন মানে যেন শুধুই একটি তারিখ নয়, বরং একটি উৎসব, যেখানে নতুন প্রজন্ম অনুপ্রেরণা পায় এবং ফুটবল প্রেমীরা শ্রদ্ধায় স্মরণ করে ফুটবলের এই অনন্ত শিল্পীর মহিমা।এভাবেই জন্মদিনের আলোয় উদ্ভাসিত হলেন সেই তারকা, যিনি কোটি হৃদয়কে ফুটবলের মায়ায় বেঁধে রেখেছেন চিরকাল।

-অংকিতা রায় চৌধুরী