খেলাধুলা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়।

বাংলাদেশের আবদুর রহমান আলিফ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন। সিঙ্গাপুরের বুকিত গমবাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেটে হারিয়ে এই কীর্তি গড়েন।

১৯ বছর বয়সী আলিফ রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭৯তম থাকলেও এশিয়ান পর্যায়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সোনা জয় করলেন, এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপে সোনা জিতেছিলেন। ফাইনালে আলিফ প্রথম দুই সেট ২৮-২৭ ও ২৯-২৮ পয়েন্টে জিতে এগিয়ে থাকলেও গাকুতো তৃতীয় ও চতুর্থ সেটে ফিরে আসেন, কিন্তু চূড়ান্ত সেটে আলিফ ২৯-২৬ পয়েন্টে জয়ী হয়ে স্বর্ণ নিশ্চিত করেন। গত ১৬ জুন এলিমিনেশন রাউন্ড শুরু করে আলিফ চীনের আলিন (৬-২), মালয়েশিয়ার শফিক (৬-৪), চায়নিজ তাইপের লি কাই-ইয়েন (৭-৩) এবং সেমিফাইনালে চেন পিন-আনকে হারিয়ে ফাইনালে পৌঁছান। এটি আলিফের ক্যারিয়ারের প্রথম ব্যক্তিগত স্বর্ণ, এর আগে তিনি বিশ্বকাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিলেও পদক জেতেননি।

১৫ জুন শুরু হওয়া এশিয়া কাপের দ্বিতীয় লেগে ২০ দেশের ২০৪ আর্চার অংশ নেন, বাংলাদেশের ১১ প্রতিযোগীর মধ্যে আলিফই একমাত্র পদকজয়ী। ভারত ৯টি (২ স্বর্ণ) ও ইন্দোনেশিয়া ৫টি (২ স্বর্ণ) পদক নিয়ে শীর্ষে আছে। বিকেএসপির এই শিক্ষার্থী ২০২২ ও ২০২৪ সালে এশিয়ান গ্রাঁ প্রিতে দলগত রূপা জিতেছিলেন, এবার ব্যক্তিগত সাফল্য পেয়ে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরলেন।

– ইমরুল কায়েস