খেলাধুলা

জিম র‍্যাটক্লিফ ২৫ শতাংশ শেয়ার কিনলেন ম্যানচেস্টার ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সাম্প্রতিক সময়টা মোটেও ভালো কাটছে না রেড ডেভিলদের। ২০১৩ সালের পর আর প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়নি ইউনাইটেডের। সেই দলেরই মালিকানার ২৫ শতাংশ কিনে নিলেন স্যার জিম র‌্যাটক্লিফ।এতে এর জন্য ব্রিটিশ ধনকুবেরের খরচ হচ্ছে ১২৫ কোটি পাউন্ড। এর বিনিময়ে ক্লাবের ফুটবল পরিচালনার নিয়ন্ত্রণ নেবে র‍্যাটক্লিফের প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ।

এরপর আগামীতেও ক্লাবের উন্নতিতে আরো ২৩ কোটি ৬০ লাখ পাউন্ড দেবেন ৭১ বছর বয়সী র‍্যাটক্লিফ। ১৩ মাস ধরে ক্লাবের মালিকানা বিক্রির কথা ভেবে আসছিল গ্লেজার ফ্যামিলি।অবশেষে আংশিক মালিকানা বিক্রি করতে সক্ষম হয়েছে তারা। ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকা কিনে নিয়েছিল আমেরিকার এই পরিবারটি।

র‍্যাটক্লিফ ম্যানচেস্টার ইউনাইটেডের আজীবন ভক্ত বলে জানিয়েছেন তিনি। ক্লাবকে ইউরোপের শীর্ষে ফেরানোর কথা বলছেন পেট্রোকেমিকেল কোম্পানি ইনেওসের এই চেয়ারম্যান,’আমাদের মিলিত লক্ষ্য পরিষ্কার- আমরা সবাই ক্লাবকে সেখানে নিতে চাই যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের থাকা উচিত- ইংল্যান্ড, ইউরোপ ও বিশ্ব ফুটবলের একেবারে চূড়ায়।

-দুরন্ত ডেস্ক