যারা একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন, চোখ কচলাতে কচলাতে টেলিভিশনের সামনে বসে নিজেকেই যেন বিশ্বাস করতে পারছেন না অনেকে! নান্দনিক ব্যাটিং বুঝি একেই বলেই। সেটিও সৌম্য সরকারের ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে যিনি রান করতেই ভুলে গেছিলেন, এজন্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। তার ফেরাটাও ভালোভাবে নেয়নি সমর্থকরা।
পরে পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৯১ রানের জুটিতে দলকে টেনে তোলেন সৌম্য। ৪৫ করে মুশফিক আউট হলে ভাঙে এই জুটি। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৬১ রানের জুটির মাঝে ১১৬ বল খেলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। যদিও এই মাইলফলক ছুঁতে একাধিক জীবন পান তিনি। পরে মিরাজ ১৯ রান করে আউট হলেও আগ্রাসী ব্যাটে রান বাড়ানোর চাহিদা মেটান সৌম্য।
তার ক্যারিয়ার-সেরা ১৬৯ রানের ইনিংসটি নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ। আগেরটি ছিল মাহমুদউল্লাহ রিয়াদের, ১২৮ করেছিলেন তিনি। সৌম্যর আজকের ইনিংসটি সাজানো ২২টি চার ও ২টি ছয়ে। তবে এই বাঁহাতির এমন ব্যাটিংয়ের পরেও ৫০ ওভার পুরোটা খেলতে পারেনি বাংলাদেশ। ২৯১ রানে থামে সফরকারীদের ইনিংস।
-দুরন্ত ডেস্ক





