আগামী মৌসুম থেকে বদলে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট। থাকছে না কোনো গ্রুপ পর্ব। এর পরিবর্তে খেলা হবে লিগ ফরম্যাটে। তবে লিগের মতো সব দল একে অপরের বিপক্ষে খেলবে না।৩২ থেকে দল বেড়ে হচ্ছে ৩৬-এ। ড্রয়ের মাধ্যমে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে দলগুলোকে। ১ নম্বর পটে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন এবং র্যাংকিংয়ে এগিয়ে থাকা সেরা আট দল। ২ নম্বর পটে থাকবে ইউরোপা লিগ জয়ী দল এবং শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়ন দল।
এতে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে চারটি করে হোম অ্যান্ড অ্যাওয়ে।
একই লিগের দুটি ক্লাব লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে না। তবে একই ঘরোয়া লিগ থেকে চারটি বা তার চেয়ে বেশি ক্লাব এক পটে থাকলে যেকোনো একটি ক্লাবের বিপক্ষেই কেবল খেলতে হবে।
-দুরন্ত ডেস্ক