খেলাধুলা

কিয়েলিনি থামলেন ৩৯-এ

আন্তর্জাতিক ফুটবল ছেড়েছিলেন আরো দেড় বছর আগে। এবার সব ধরনের ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনি। ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার থামল ৩৯ বছর বয়সে।২৩ বছরের ক্যারিয়ারে ১৭ বছর কাটিয়েছেন জুভেন্টাসের জার্সিতে।গত বছর ইতালিয়ান ক্লাব ছেড়ে পাড়ি জমান মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেসে। গত শনিবার এমএলএস কাপের ফাইনালে কলম্বাস ক্রুর বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তার দল। এটিই ছিল পেশাদার ফুটবলে তাঁর শেষ ম্যাচ।
সামাজিক মাধ্যম ‘এক্স’-তে কিয়েলিনি জানিয়েছেন নিজের অনুভূতি, ‘নতুন অধ্যায় শুরুর সময় চলে এসেছে।নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং জীবনকে এগিয়ে নিতে হবে।’
ইতালিয়ান ক্লাব লিভোর্নোর হয়ে ২০০০ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন কিয়েলিনি। ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন জুভেন্টাসে। ২০১১ থেকে ২০২০ পর্যন্ত তুরিনের দলটির টানা ৯টি সেরি আ ও পাঁচটি ইতালিয়ান কাপ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।এর আগে ২০২২ সালে ইতালির জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কিয়েলিনি। আজ্জুরিদের হয়ে ১১৭ ম্যাচে গোল করেন আটটি। তার নেতৃত্বেই ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ইতালি।

-দুরন্ত ডেস্ক