খেলাধুলা

ইউরোর ‘মৃত্যুকূপে’ ইতালির সঙ্গে স্পেন ও ক্রোয়েশিয়া

ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযানে বেশ কঠিন গ্রুপে পড়েছে ইতালি। তাদের সঙ্গে একই গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন স্পেন এবং ক্রোয়েশিয়া। তবে সহজ গ্রুপে ২০১৬ এর চ্যাম্পিয়ন পর্তুগাল।

গতরাতে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় ড্র।

আগামী বছরের জুনে জার্মানিতে হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে ২৪টি দল।এবারের আসরে ‘বি’ গ্রুপকেই সবচেয়ে কঠিন ভাবা হচ্ছে। ইতালি-স্পেন-ক্রোয়েশিয়ার সঙ্গে আছে আলবেনিয়া। স্বাগতিক জার্মানি ‘এ’ গ্রুপে।

তাদের সঙ্গী স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। তুলনামূলক সহজ গ্রুপে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গে আছে তুরস্ক, চেক রিপাবলিক ও প্লে-অফ-‘সি’ এর চ্যাম্পিয়নরা।আগামী বছরের মার্চে হবে প্লে-অফ ম্যাচগুলো।সেখান থেকে তিনটি দল জায়গা করে নেবে মূল পর্বে।

ছয় গ্রুপ:

গ্রুপ ‘এ’: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ ‘বি’: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ ‘সি’: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ‘ডি’: প্লে-অফ ‘এ’ বিজয়ী, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ‘ই’: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ ‘বি’ বিজয়ী

গ্রুপ ‘এফ’: তুরস্ক, প্লে-অফ ‘সি’ বিজয়ী, পর্তুগাল, চেক রিপাবলিক

-দুরন্ত ডেস্ক