টানা দুই মৌসুম গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বার্সেলোনা অবশেষে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের দেখা পেয়েছে। গত রাতে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জাবি এর্নান্দেসের দল। তাতে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত হয় কাতালানদের। অপেক্ষায় পের্তো।অন্য ম্যাচে রয়্যাল অ্যান্টওয়ার্পকে হারিয়ে শাখতার দোনেৎস্কের পয়েন্ট পোর্তোর সমান ৯। শেষ ম্যাচে বার্সা হার এড়ালেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে নকআউটে। গত রাতে ঘরের মাঠে বার্সার ভাবনা বাড়িয়ে দিয়েছিলেন পোর্তোর ব্রাজিলিয়ান উইঙ্গার পেপে। ম্যাচের আধঘণ্টার সময় তাঁর গোলেই এগিয়ে যায় সফরকারীরা।যদিও মাত্র ২ মিনিট তাদের লিড টেকে। জোয়াও ক্যান্সেলো বাঁ দিক দিয়ে ঢুকে অসাধারণ এক বাঁকানো শটে কাতালানদের সমতায় ফেরান।
পোর্তো গোলরক্ষক ইনাকি পেনাকে এরপর বেশ কয়েকটা সেভও করতে হয়, নইলে বিরতির আগেই এগিয়ে যেতে পারত বার্সা। বিরতির ৫৬ মিনিটে আরেক পর্তুগিজ জোয়াও ফেলিক্সের পায়েই আসে সেই জয়সূচক গোল।
-দুরন্ত ডেস্ক





