আগামী মৌসুমের জন্য বাংলাদেশি তিন ক্রিকেটারের কাউকেই ধরে রাখেনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানকেও ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। ফলে পরের মৌসুমে খেলতে হলে আবার নিলামে নাম তুলতে হবে তাঁদের।
অন্যদিকে দিল্লির হয়ে গত মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। দুই ম্যাচে তাঁর শিকার এক উইকেট। সাকিব-লিটনসহ মোট ১২ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা।এর মধ্যে আছেন টিম সাউদি, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুর। দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে অবশ্য ধরে রেখেছে কলকাতা। শ্রেয়াস আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়কেও রেখে দিয়েছে দলটি। আর দিল্লি মুস্তাফিজ ছাড়াও ছেড়ে দিয়েছে রোভম্যান পাওয়েল, ফিল সল্ট, রাইলি রুশোকে। তারা রেখে দিয়েছে পৃথ্বি শ-কে।
-দুরন্ত ডেস্ক