আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি। সময় যত গড়াচ্ছে সেই ইঙ্গিত তত জোড়াল হচ্ছে। এর কারণও আছে, আগামী ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠান। কিন্তু সেখানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।এমন খবর জানিয়েছে, আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। শুধু স্কালোনিই নন, তাঁর দুই সহকারী পাবলো আইমার ও ওয়াল্টার স্যামুয়েলও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। যদিও ড্র অনুষ্ঠানের বাকি এখনো দুই সপ্তাহ। এর মধ্যে চিত্রপট পরিবর্তন হয়ে যেতে পারে।
ড্র অনুষ্ঠানে কোচ ও ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকেন। স্কালোনি না গেলে আর্জেন্টিনার প্রতিনিধি হিসেবে কে থাকছেন? টিওয়াইসি জানিয়েছে, দলের ফিটনেস কোচ লুইস মার্তিন উপস্থিত থাকতে পারেন। এবারের আসরে ১৬টি দল অংশ নিচ্ছে। লাতিন অঞ্চলের দশটি এবং কনকাকাফ অঞ্চলের ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।২০২৬ বিশ্বকাপের আগে এই দুই মহাদেশ একত্রে কোপা আমেরিকা আয়োজন করছে। গত বুধবার স্কালোনির আচমকা বক্তব্যের পর আর্জেন্টিনার গণমাধ্যমগুলো এর পেছনের কারণ খুঁজে বের করতে নেমে পড়েছে। যে কোচের অধীনে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে, সেই তিনিই কিনা এক বছরের ব্যবধানে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন! আর্জেন্টিনা গণমাধ্যমের দাবি, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন। আগে অবশ্য এমনটা করতেন না। তাই বিভিন্ন পরিকল্পনা করা স্কালোনির জন্য সহজ ছিল।
কিন্তু বিশ্বকাপ জয়ের পর যখন সব আলো লিওনেল মেসি ও কোচিং স্টাফদের ওপর চলে আসে, তখন তাপিয়া লাইমলাইটের জন্য কোচদের কাজে হস্তক্ষেপ শুরু করেন। কোচদের বেতন-ভাতা বাড়ানোর কথা থাকলেও কিছুই করা হয়নি। উরুগুয়ের বিপক্ষে হারের পর ড্রেসিংরুমে তর্কে জড়িয়ে পড়েন তাপিয়া। হারের দায় কোচদের কাঁধে চাপানোর চেষ্টাও করেছেন ফেডারেশনপ্রধান। মূলত এসব কারণেই নাকি লিওনেল মেসিদের দায়িত্ব ছাড়তে চান স্কালোনি। এই ঘটনার পর তাপিয়ার সঙ্গে এখনো পর্যন্ত নাকি কোন কথা বলেননি স্কালোনি। দুইজনের মধ্যে নেই যোগাযোগ।
-দুরন্ত ডেস্ক





