খেলাধুলা

ফাইনালে মেসি বাহিনী

লিগস কাপ জয়ের রেশ কাটতে না কাটতেই আরো একটা টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ইউএস ওপেন কাপের সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মেসি বাহিনী। ১২০ মিনিট পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে সমতায় ছিল। তাই খেলা গড়ায় টাইব্রেকারে।

সেখানে বাজিমাত করে মায়ামি।ম্যাচের ১৮তম মিনিটে অ্যাকোস্টার গোলে এগিয়ে যায় স্বাগতিক সিনসিনাটি। ৫৩ মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় তারা। ৬৭ মিনিট পর্যন্ত ২-০ তে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি।

সেখান থেকে ঘুরে দাঁড়ায় দলটি। ৬৮তিম মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। মেসির দুর্দান্ত ফ্রি-কিকে মাথা লাগিয়ে গোলটি করেন লিওনার্দো কাম্পানা। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে ফের মেসির দুর্দান্ত অ্যাসিস্ট।
এবারো গোলদাতা কাম্পানা।নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে শুরুতেই জোসেফ মার্টিনেজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। কিন্তু সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১১৪তম মিনিটে যুযা কিয়েবোর গোলে সমতায় ফেরে সিনসিনাটি। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে ৫টি শটই গোল করে মায়ামি। সিনসিনার পঞ্চম শটটি রুখে দেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার, এটিই পার্থক্য গড়ে দেয় দুদলের মধ্যে।
-দুরন্ত ডেস্ক