প্রশ্নকর্তা প্রশ্নের শেষে এসে নিজেই হেসে ফেললেন! প্রশ্নটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলার ধরন কী হবে তা নিয়ে। রক্ষণ জমাট করে প্রতিপক্ষকে শুধু আটকানো, নাকি বাংলাদেশও গোলের চেষ্টা করবে? গোলের কথা বলতে গিয়েই ওই হাসি। সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা বেশ ‘সিরিয়াস মুড’-য়েই ছিলেন। তবে প্রশ্ন শুনে বা প্রশ্নকর্তার হাসিতে নিজেও হেসে ফেললেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা গোলের চেষ্টা করব, তবে আশা করি সেই সুযোগটা পাব।
-দুরন্ত ডেস্ক





