বিশ্বকাপ ব্যর্থতায় কয়েকদিন আগেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে সরকার। বোর্ডের সব সদস্যকে বরখাস্ত করা হয়েছে, পরে সেটা সংসদেও অনুমোদিত হয়। কিন্ত বিষয়টি ভালভাবে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেটর নিয়ন্তা সংস্থা (আইসিসি)। এটিকে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে নিয়ে সংস্থাটি থেকে শ্রীলঙ্কার সদস্য পদই বাতিল করেছে তারা।বিশ্বকাপে শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচ খেলে ফেলেছে। ভারত থেকে দেশেও ফিরে গেছে তারা। এরপরই হলো আইসিসির এই সিদ্ধান্ত।