খেলাধুলা

কলম্বিয়ায় অপহৃত লিভারপুল তারকার মা উদ্ধার, বাবা এখনো নিখোঁজ

কলম্বিয়ায় অপহরণ করা হয়েছে লিভারপুল তারকা লুইস দিয়াজের মা–বাবাকে। এরই মধ্যে তাঁর মাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাবা এখনো নিখোঁজ রয়েছেন। কলম্বিয়ার একাধিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে দিয়াজের বাবা লুইস ম্যানুয়েল দিয়াজ এবং মা সিলেনিস মারুলান্দাকে বারানকাসে নিজেদের বাড়ি ফেরার সময় মোটরসাইকেল আরোহী বন্দুকধারী অপহরণকারীরা আটকায়। এরপর অস্ত্রের মুখে তাঁদের সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়।

কলম্বিয়া পুলিশের গাওলা শাখার পরিচালক কর্নেল জিওভান্নি ক্রিস্তানপো ঘটনাটির তদন্ত করছেন। এর মধ্যে দিয়াজের মাকে উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো।

পাশাপাশি দিয়াজের নিখোঁজ বাবাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে তিনি জানিয়েছেন। এর আগে কলম্বিয়ান অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, তদন্তকারীদের একটি দল বারানকাসে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দিয়াজের ক্লাব লিভারপুল এরই মধ্যে একটি বিবৃতিতে জানিয়েছে, তারা পুরো ঘটনাটি সম্পর্কে অবগত আছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের আন্তরিক প্রত্যাশা ঘটনাটি যত দ্রুত সম্ভব ভালোভাবে সমাধান হবে। পাশাপাশি দিয়াজের ভালো থাকাই হবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

লিভারপুলের হয়ে গোলের পর লুইস দিয়াজছবি: রয়টার্স

এদিকে দিয়াজের পরিবারের ওপর ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার মধ্যেই আজ রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুল মুখোমুখি হয়েছে নটিংহাম ফরেস্টের। স্বাভাবিকভাবেই এই ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে দিয়াজের নাম। তবে অ্যানফিল্ডে ম্যাচের প্রথম গোলের পরই দিয়াজকে স্মরণ করেছেন সতীর্থরা। ৩১ মিনিটে গোলের পর দিয়াজের জার্সি হাতে নিয়ে উদ্‌যাপন করেছেন দিয়েগো জোতা। পরে ম্যাচটি লিভারপুল জিতেছে ৩–০ গোলে।

-দুরন্ত ডেস্ক