ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। অনেকে পরে সুস্থ হয়ে উঠলেও ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা সে পথে হাঁটতে পারলেন না। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেছেন ২৮ বছর বয়সী ফুটবলার। খবরটি নিশ্চিত করেছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।এক বিবৃতিতে এএফএল জানিয়েছে, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি […]