কয়েক দিন আগে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, ‘আমি সব সময়ই বলি, ব্যালন ডি’অরের দুটি ভাগ হোক। একটা ব্যালন ডি’অর সব সময়ের জন্য রাখা হোক মেসির জন্য, অন্যটি বাকি সবার। তাতে হালান্ডও একটা জিতে পারে।’ এবারের পুরস্কার জেতার দৌড়ে লিওনেল মেসি আছেন বলেই গত মৌসুমে অতিমানবীয় নৈপুণ্য দেখানো আর্লিং হালান্ডের সম্ভাবনা কম দেখছেন গার্দিওলা।
আজ রাতে ফ্রান্সের প্যারিসে আলো ঝলমলে আয়োজনে ঘোষণা করা হবে ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি।
কয়েক দিন আগেই ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা জানিয়েছে ফ্রান্স ম্যাগাজিন। মেসির সঙ্গে লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে আছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। গত মৌসুমে সিটিকে ট্রেবল জেতানোর পথে ৫৩ ম্যাচে করেছিলেন রেকর্ড ৫২ গোল। কিন্তু আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোয় মেসির হাতেই উঠতে পারে মর্যাদার এই পুরস্কার।
-দুরন্ত ডেস্ক





