খেলাধুলা

জয়ে কিংসের স্বাধীনতা কাপ শুরু

মাঠে নামার দুই মিনিটের মধ্যেই উদযাপনের উপলক্ষ পেল বসুন্ধরা কিংস। মিগেল ফিগেইরার গোলে বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে শুরুতেই চালকের আসনে চ্যাম্পিয়নরা। সেই ১ গোলের ব্যবধান ধরে রেখে ম্যাচও জিতে নেয় কিংস। এতে স্বাধীনতা কাপের শুরুটা জয় দিয়েই করল বসুন্ধরা কিংস।স্বাধীনতা কাপে সার্ভিসেস দল নৌবাহিনীর হয়ে খেলছেন জাতীয় দলের বর্তমান ও সাবেকদের কয়েকজন। সোহেল রানা, রহমত মিয়া, রায়হান হাসান, গোলরক্ষক শহিদুল আলম সোহেল ছাড়াও আছেন জুয়েল রানা, শাকিল হোসেনরা। তাদের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে কিংসের। 

কিংস অ্যারেনায় দুর্দান্ত শুরু পায় কিংস।রবসন রোবিনহোর ক্রসে দূরের পোস্টে লাফিয়ে পা ছুঁয়ে বল জালে পাঠান মিগেল। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় নৌবাহিনী। ১৯ মিনিটে গোল লাইন সেভে কিংসকে বাঁচান টুটুল হোসেন বাদশা। জুয়েল রানাকে আটকাতে বক্সের বাইরে চলে আসেন গোলরক্ষক সাইফুল; কিন্তু ক্লিয়ার করতে পারেনি।

এতে ফাঁকা হয়ে যায় পোস্ট। জুয়েল রানার উড়িয়ে মারা শট জালে জড়ানোর আগে হেডে ক্লিয়ার করেন টুটুল।এরপর বিরতির আগ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি অস্কার ব্রুজোনের দল। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ নষ্ট করেন কিংসের ফরোয়ার্ডরা। দরিয়েলতন গোমেজের শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়ানো হয়নি।

নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন শেখ মোরসালিন। ৭০ মিনিটে মাশুক মিয়া জনির বদলি হয়ে মাঠে নামেন তিনি। তবে রক্ষণ আগলে রেখে টুর্নামেন্টের শুরুটা জয় দিয়েই রাঙাল বর্তমান চ্যাম্পিয়নরা।
-দুরন্ত ডেস্ক