স্বপ্নের মত অভিষেক বোধহয় একেই বলে। বয়স মাত্র ১৭। ৭৯ মিনিটে যখন নামছেন তখনো ম্যাচ গোলশুন্য। দলের তারকা খেলোয়াড়রা পোস্টের সামনে মাথা কুটে মরছেন গোল হচ্ছেন না।
ঐ তরুণ তখন নেমেই প্রথম যে বলটা পেলেন সেটিই পাঠিয়ে দিলেন জালে। শেষ পর্যন্ত সেই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়া তাঁর দলের। স্বপ্নে এর চেয়ে বেশিই কি চাইতে পারতেন তিনি!
হ্যাঁ, গতরাতে বার্সেলোনার জার্সি গায়ে এমনই স্বপ্নের অভিষেক হয়েছে মার্ক গিউর। লা মাসিয়া থেকে উঠে আসা এই ফুটবলারের অভিষেকে করা গোলেই ঘরের মাঠে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে জাভি এর্নান্দেসের দল।
যতটা ভাবছেন, ম্যাচ শেষে ততটাই আসলে উচ্ছ্বসিত ছিলেন গিউ, ‘আমি আজ রাতে ঘুমাতে পারবো না। বিশ্বাস করতে পারছি না। এমনও হয়!’
ম্যাচের ৭৯ মিনিটে জাভি তাঁকে বদলী নামান, ৮০ মিনিটেই এই গোল। নিচ থেকে জোয়াও ফেলিক্সের একটা ডিফেন্স চেরা পাস ছিল।
গিউ বল ধরেই পুরো ম্যাচে অসাধারণ খেলা বিলবাও গোলরক্ষক উনাই সিমোনের হাতের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দিয়েছেন। আগামী শনিবারের এল ক্লাসিকোতে নামার আগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন মাত্র ১ পয়েন্টেই পিছিয়ে বার্সা।
-দুরন্ত ডেস্ক