খেলাধুলা

সাকিবকে ছাড়াই খেলছে বাংলাদেশ

চন্দিকা হাথুরাসিংহে গতকাল জানিয়েছিলেন, আজ বৃহস্পতিবার ম্যাচের দিন সকালে সাকিব আল হাসানের ফিটনেসের সর্বশেষ অবস্থা দেখা হবে। বাঁ-ঊরুর চোটে পড়া অধিনায়ককে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে সাকিবকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতেছেন শান্ত। ২৫ বছর পর ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সাকিব ছাড়াও বাংলাদেশ দলে আরো একটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন হাসান মাহমুদ।

সাকিবের পরিবর্তে একাদশে ঢুকেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ভারতের একাদশে অবশ্য পরিবর্তন নেই। আগের ম্যাচের একাদশ নিয়েই নেমেছে তারা। 

দুই দলের একাদশ

বাংলাদেশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

-দুরন্ত ডেস্ক