ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো এখন ঢাকায়। আজ বিকেল ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবেক তারকা এই ফুটবলার। এর পরেই চলে যান হোটেল রেডিসনে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন রোনালদিনহো।
এরপর হোটেলে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। জানা গেছে, সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন।গত জুলাইয়ে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে নিয়ে এ দেশের সমর্থকদের আগ্রহ ছিল চরমে।
কয়েক ঘণ্টার বাংলাদেশ সফর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। মার্তিনেজকে ঢাকায় আনা কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তই নিয়ে এসেছেন ৪৩ বছর বয়সী রোনালদিনহোকে।
-দুরন্ত ডেস্ক