খেলাধুলা

মেসির কাছে আর্জেন্টিনার এই দল অবিশ্বাস্য

কাতারে বিশ্বকাপ জেতার পর আট ম্যাচের সব কয়টিতেই জিতেছে আর্জেন্টিনা। বিশ্বজয়ী ওই দলের ওপরই পূর্ণ আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও দারুণ ছন্দে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। চার ম্যাচে শতভাগ জয়।

আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সব শেষে আজ সকালে পেরুকে হারিয়েছে ২-০ গোলে। দুইটি গোলই করেছেন লিওনেল মেসি। ম্যাচের পর আর্জেন্টিনার এই দলকে অবিশ্বাস্য বলেছেন মেসি।
পেরুর বিপক্ষে ম্যাচজুড়েই ছন্দে ছিলেন মেসি। পাসিং, ড্রিবলিংয়ে নজর কেড়েছেন। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন তারকা।

৪২ মিনিটে করেন দ্বিতীয় গোলটি। এনজো ফার্নান্দেজের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। ৩১ গোল নিয়ে আছেন সবার ওপরে। ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে।

আর্জেন্টিনার এই দলের প্রাণভোমরা লিওনেল মেসি। দলের বাকিরা সহজেই তাকে বুঝতে পারে বলে মেসির জন্য সব কিছু সহজ হয়ে যায়- বলছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘লম্বা সময় ধরে এই দল মেসিকে বুঝতে পারে। এটা তাকে সুবিধা দেয়। আমি মনে করি, সে যত দিন পারে তত দিন খেলবে। কারণ সবাই তাকে মাঠে দেখতে পছন্দ করে।

-দুরন্ত ডেস্ক