কাতারে বিশ্বকাপ জেতার পর আট ম্যাচের সব কয়টিতেই জিতেছে আর্জেন্টিনা। বিশ্বজয়ী ওই দলের ওপরই পূর্ণ আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও দারুণ ছন্দে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। চার ম্যাচে শতভাগ জয়।
ম্যাচের পর মেসি বলেছেন, ‘এই দল অবিশ্বাস্য। যখনই তারা খেলতে নামে ইতিহাসের সেরা হওয়ার কাছাকাছি থাকে। এখন যে খেলার মান সে হিসেবে আমরা অনেক উন্নতি করছি। বিশেষ করে বিশ্বকাপ জেতার পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে, আমরা ঐক্যবদ্ধ আছি। আশা করি, আমরা আরো এগিয়ে যাব।’
আর্জেন্টিনার এই দলের প্রাণভোমরা লিওনেল মেসি। দলের বাকিরা সহজেই তাকে বুঝতে পারে বলে মেসির জন্য সব কিছু সহজ হয়ে যায়- বলছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘লম্বা সময় ধরে এই দল মেসিকে বুঝতে পারে। এটা তাকে সুবিধা দেয়। আমি মনে করি, সে যত দিন পারে তত দিন খেলবে। কারণ সবাই তাকে মাঠে দেখতে পছন্দ করে।
-দুরন্ত ডেস্ক





