খেলাধুলা

অলিম্পিকে চুড়ান্ত হয়ে গেল ক্রিকেট

আইওসির সভায় ভোটাভুটিতেও চুড়ান্ত হয়ে গেল- আগামী ২০২৮ অলিম্পিকে থাকছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেসের আয়োজক কমিটিই আরও নতুন আরও ৪ টি খেলার সঙ্গে ক্রিকেটকেও অন্তর্ভূক্ত করার প্রস্তাব দেয়। গত সপ্তাহে আইওসি সেই প্রস্তাব অনুমোদন করে আজ তা ভোটে তোলে। মুম্বাইয়ে সভাচলাকীন সদস্যদের সেই ভোটেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা পেয়ে গেছে ক্রিকেট।

 

সবশেষ এবং একবারই সেই ১৯০০ সালে ক্রিকেট হয়েছিল অলিম্পিক। তাতে বলা যায় ১২৮ বছর পর বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসরে আবার ফিরছে ক্রিকেট। আয়োজক কমিটি টি-টোয়েন্টি ক্রিকেটের প্রস্তাব করেছে। ৬ টি দল নিয়ে ছেলে ও মেয়েদের বিভাগে তা করার কথা আছে সেই প্রস্তাবে।

তবে দল সংখ্যা বা বাছাই প্রক্রিয়ায় এখনো চুড়ান্ত হয়নি।

এদিকে অলিম্পিকে ক্রিকেট ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে, ‘ক্রিকেটের জন্য এটা বিরাট একটা দিন। ক্রিকেট খুব দ্রুত বৈশ্বিক খেলা হয়ে উঠছে। তারপরও অলিম্পিকের মত আসরে ক্রিকেটের জায়গা করে নেওয়া অনেক বড় একটা ঘটনা।

-দুরন্ত ডেস্ক