খেলাধুলা

আর্সেনালের রোমাঞ্চকর জয় ,ম্যানসিটিকে হারিয়ে

বছরের হিসেবে আট, আর ম্যাচ হারের হিসেবে ১২। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের স্বাদ পেল আর্সেনাল। রোববার রাতে অ্যামিরেটস স্টেডিয়ামে গানাররা জিতেছে ১-০ গোলে। ম্যাচের ৮৭ মিনিটে একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

২০১৫ সালে সবশেষ ম্যানসিটির বিপক্ষে জিতেছিল আর্সেনাল। মাঝে ১২ ম্যাচে শুধু হারই বরণ করে নিতে হয়েছিল গানারদের। অবশেষে জয়ের অপেক্ষা ফুরিয়েছে ক্লাবটির। 

ঘরের মাঠে ম্যানসিটির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে গানাররা।

বলের দখলে দুই দল ছিল সমানে সমান। তবে আক্রমণে এগিয়ে ছিল মিকেল আরতেতার দলই। ম্যাচের ভাগ্য যখন ড্র’য়ের পথে এগোচ্ছিল তখনি আর্সেনালের ত্রাতা হয়ে আসেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বক্সের কোণা থেকে তাঁর শট ম্যানসিটি ডিফেন্ডার নাথান একের গায়ে লেগে দিক বদলে জড়িয়ে যায় জালে।
ব্যবধান ধরে রেখে দারুণ জয় নিশ্চিত হয় আর্সেনালের। 

এবারের লিগে এখনো অপরাজিত আর্সেনাল। আট ম্যাচে ছয় জয়, দুইটি ড্র। ২০ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার দুইয়ে। সমান পয়েন্ট নিয়েও শীর্ষে টটেনহাম।১৮ পয়েন্টে তিনে ম্যানসিটি। 

-দুরন্ত ডেস্ক