বক্সিং গ্লাভস হাতে উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের পতাকা, কোমরে শিরোপার বেল্ট, মুখে বিজয়ের হাসি। প্রথমবারের মতো এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন সুর কৃষ্ণ চাকমা। শনিবার ঢাকায় অনুষ্ঠিত প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারান তিনি।
বাংলাদেশের কোনো পেশাদার বক্সারের জন্য সর্বোচ্চ এই অর্জন নিয়ে সুর বলেন, ‘বাংলাদেশের হয়ে বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া আমার স্বপ্ন।
বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের অপরাজিত চ্যাম্পিয়ন সুর।
প্রো-বক্সিংয়ের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেন রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল ও ভারতের বক্সাররা। ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন প্রতিযোগী অংশ নেন।
-দুরন্ত ডেস্ক





