খেলাধুলা

বাংলাদেশ রুখে দিল শক্তিশালী চীনকে

কোনো জয় ছাড়াই এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ ফুটবল দল। রবিবার নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ। হ্যাংজুর শাওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চীনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লাল সবুজের জার্সিধারীরা।

প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বিতর্কিত পেনাল্টি গোলে হারে বাংলাদেশ।

দুই ম্যাচ হারের পরই এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। টানা দুই ম্যাচ হারলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি ছিলেন বাংলাদেশ এশিয়াড দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। তিনি চেয়েছিলেন শেষ ম্যাচে যেন তার দল স্বাগতিক চীনের বিপক্ষেও ভালো ফুটবল খেলে। কাবরেরার সেই আশা পূরণ হয়েছে।
 

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৯ ধাপ এগিয়ে থাকা চীনের বিপক্ষে ড্র করাটাও একটা অর্জন। মাটিতে চীনের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া বাংলাদেশের জন্য বড় কৃতিত্ব। চার দলের ‘এ’গ্রুপ থেকে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেরা হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে স্বাগতিক চীন। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত।

তৃতীয় সেরা হওয়ার দৌড়ে রয়েছে মিয়ানমার।
-দূরন্ত ডেস্ক