খেলাধুলা

শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সিদ্ধান্ত ফাইনালে

এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে অদম্য শ্রীলঙ্কার মুখোমুখি তারকাবহুল ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মাও বলেছেন, এমন শুষ্ক উইকেটে টসে জিতলে তিনিও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।

শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা একাদশে একটিই পরিবর্তন।

 হ্যামস্ট্রিংয়ের চোটে আগেই ছিটকে গেছেন মহীশ থিকশানা। তার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুশান হেমন্ত। ভারতীয় একাদশেও পরিবর্তন একটি। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রান তাড়ায় দারুণ লড়াই করা অক্ষর প্যাটেলের জায়গায় এসেছেন ওয়াশিংটন সুন্দর।
 

টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত একটি ম্যাচ হেরেছে। সেটা সুপার ফোরে বাংলাদেশের কাছ ৬ রানে। অন্যদিকে শ্রীলঙ্কাও সুপার ফোরে ভারতের কাছে হেরেছে। এ ছাড়া লঙ্কানদের কোনো পরাজয় নেই।

 ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শেষবার এই আসরের শিরোপা জিতেছিল ভারত। আর শ্রীলঙ্কা তো টি-টোয়েন্টি ফরম্যাটের গত আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, দুশান হেমন্ত, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

-দুরন্ত ডেস্ক