আফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকানো নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তার চোট হ্যামস্ট্রিংয়ে। আফগানদের বিপক্ষে বিশাল জুটি গড়া মেহেদী হাসান মিরাজ ও নাজমুল, দু’জনেরই ক্র্যাম্প করেছিল। ১১৯ বলে ১১২ রান করার পর মিরাজকে ব্যাটিং থামিয়ে ফিরে আসতে হয়।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, ‘আমার এশিয়া কাপ ২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।’ বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত, ‘টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাল্লাহ।’
শান্তকে হারানো বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি। এবারের এশিয়া কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক শান্ত প্রথম ম্যাচে করেছেন ৮৯ আর দ্বিতীয় ম্যাচে হাঁকিয়েছেন সেঞ্চুরি।
-দুরন্ত ডেস্ক