খেলাধুলা

বিসিবি কর্তৃক ২০২৫ এর বাংলাদেশ নারী ক্রিকেট টিম ঘোষণা

নারী বিশ্বকাপ ২০২৫ এ ২য় বারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। যা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ জন সদস্য নিয়ে বাংলাদেশের ২০২৫ সালের নারী ক্রিকেট দল ঘোষণা করেছেন। এবারের বিশ্বকাপে ২ অক্টোবর বাংলাদেশ শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চলেছেন। এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি।

তবে বিশ্বকাপ শুরু হ‌ওয়ার আগে , অংশগ্রহণকারী ৮ টি দেশ প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে, যা ২৫-২৮‌ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের টুর্নামেন্টে তিনটি পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাই পর্বে থাকলেও মূল আসরে থাকছেন না দিলারা আক্তার,জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিম। তাদের পরিবর্তে মাঠে নামছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার,অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

পূর্বে টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় দলে খেললেও ওয়ানডেতে কখনো খেলেননি রুবাইয়া। তাঁর সম্পর্কে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ”রুবাইয়া তার কঠোর পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছে। গত ছয় মাসে তার উন্নতি ছিল অসাধারণ। আমরা তাকে ওপেনিং ও উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে ভাবছি”। জাতীয় দলে নিয়মিত উইকেটকিপিং করে থাকেন অধিনায়ক নিগার সুলতানা।

২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ঘটে ১৭ বছর বয়সী অফ স্পিনার নিশিতার। তাঁর সম্পর্কে দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন,”নিশিতা এখনো তরুণী, কিন্তু সে ম্যাচিউরিটি নিয়ে বল করে। ধারাবাহিক,চাপের মুখে শান্ত থাকতে পারে, বাঁহাতিদের বিপক্ষে কার্যকর “।

আর সুমাইয়া আক্তার গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেচে খেলেছিলেন। এই ক্রিকেটারকে নিয়ে সাজ্জাদ আহমেদ বলেন,”সুমাইয়া অনেকদিন ধরেই দরজায় কড়া নাড়ছিল। তাঁর ক্রিজটা ব্যবহার করে ও প্রয়োজনে চালিয়ে খেলার সামর্থ্য আছে। তাঁর স্কিল সেট এবং ফিল্ডিংয়ের মানের কারণে সে আমাদের একটা বিকল্প অলরাউন্ড দিচ্ছে”।

এবারের বাংলাদেশ নারী ক্রিকেট টিমের সদস্যরা হলেন: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।

– রিয়া আক্তার