সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। আর্জেন্টিনা ইতিমধ্যে কনমেবল থেকে বিশ্বকাপ নিশ্চিত করলেও, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এই দুই ম্যাচে দল নিয়ে পরীক্ষানিরীক্ষার পরিকল্পনা করছেন। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতি।
ব্রাজিল ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে মারাকানায় চিলির বিপক্ষে ১৭তম রাউন্ডের ম্যাচ খেলবে (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টা)। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে এস্তাদিও মিউনিসিপ্যাল এল আলতোয় শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা)।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আনচেলত্তি ইতিমধ্যে প্রাথমিক দল চূড়ান্ত করেছেন এবং ক্লাবগুলোকে জানিয়েছেন। আগামী ২৫ আগস্ট দলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলে ভিনিসিউস জুনিয়রকে রাখছেন না আনচেলত্তি। প্যারাগুয়ের বিপক্ষে গত ম্যাচে দুটি হলুদ কার্ডের কারণে চিলির বিপক্ষে নিষিদ্ধ তিনি। বলিভিয়ার বিপক্ষেও তাকে বিশ্রাম দিয়ে অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে চান কোচ।
অন্যদিকে, দীর্ঘদিন পর দলে ফিরছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরিতে পড়ার পর তিনি জাতীয় দলে খেলেননি। এছাড়া, রিয়াল মাদ্রিদের এদার মিলিতাও ও রদ্রিগোও দলে ফিরতে পারেন। সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও তার অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রাথমিক দলে জায়গা পেতে পারেন।
আনচেলত্তি ব্রাজিলের ঘরোয়া লিগের কয়েকজন খেলোয়াড়কেও ডাকতে পারেন। তাদের মধ্যে রয়েছেন বোতাফাগো ও ভাস্কোর ফুলব্যাক ভিতিনিয়ো ও পাওলো হেনরিকে, বোতাফাগোর মিডফিল্ডার দানিলো, সাও পাওলোর মিডফিল্ডার মারকোস আন্তোনিও এবং ক্রুজেইরোর ফরোয়ার্ড কাইও জর্জে।
দল ঘোষণার পর ১ সেপ্টেম্বর থেকে তেরেসোপলিসের গ্রাঞ্জা কোমারিতে অনুশীলন শুরু করবে ব্রাজিল। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চিলি ও বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচে আনচেলত্তির পরিকল্পনা ও নতুন মুখদের পারফরম্যান্স নিঃসন্দেহে সেলেসাও সমর্থকদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু হবে।
-সুচিস্মিতা চক্রবর্তী





