খেলাধুলা

চীনে অনুষ্ঠিত হলো বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় রোবট ফুটবল ম্যাচ!

 

বিশ্বের ক্রীড়াঙ্গনে প্রযুক্তির ব্যবহার নতুন কিছু নয়, কিন্তু এবার চীন দেখিয়ে দিল ভবিষ্যতের খেলার এক ঝলক।গত ২৮ জুন চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হলো বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট ফুটবল টুর্নামেন্ট, যেখানে খেলোয়াড়রা কেউই মানুষ ছিল না—সবাই ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত হিউম্যানয়েড রোবট!

এই ম্যাচগুলো ছিল তিনজন বনাম তিনজনের খেলা, যেখানে মোট চারটি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। প্রতিটি রোবট ছিল মানুষের মতো দুই পায়ে হাঁটতে পারা ও বল কিক করতে সক্ষম। তবে বাস্তব ফুটবলারদের মতো গতি ও দক্ষতা এখনো রোবটদের নেই। অনেক রোবট মাঠে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। এমনকি দুটো রোবটকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নিতে হয়!

রোবটগুলো নিজেরাই বলের অবস্থান চিনে, পাস দেয় এবং গোল করার চেষ্টা করে। প্রতিটি দল তাদের নিজস্ব AI অ্যালগরিদম দিয়ে রোবটগুলিকে প্রশিক্ষণ দিয়েছে।

চূড়ান্ত খেলায় সিংহুয়া ইউনিভার্সিটির THU Robotics দল ৫–৩ গোলে চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির Mountain Sea দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।অন্য দুটি দল ছিল, Blaze (Beijing Institute of Science and Technology) এবং Power (Tsinghua Future Lab)। Blaze ও Power দল যুগ্মভাবে তৃতীয় স্থান অর্জন করে।

এই টুর্নামেন্টের আয়োজক Booster Robotics কোম্পানির CEO চেং হাও বলেন, “ভবিষ্যতে আমরা এমন ম্যাচের আয়োজন করতে চাই, যেখানে মানুষ ও রোবট একসঙ্গে খেলবে। তবে তার আগে আমাদের নিশ্চিত করতে হবে—রোবটগুলো পুরোপুরি নিরাপদ।”
অন্যদিকে, ইউনিভার্সিটি অব এডিনবরার রোবট লার্নিংয়ের অধ্যাপক সুব্রমানিয়ান রামামূর্তি জানান, “প্রতি বছর রোবটদের দক্ষতায় উন্নতি হচ্ছে, RoboCup-এর মতো টুর্নামেন্টেও আমরা তা দেখেছি।”

এই প্রতিযোগিতা ছিল “World Humanoid Games 2025”-এর একটি প্রাক-পর্ব। মূল আসর অনুষ্ঠিত হবে আগস্টে, যেখানে ১৯টি ইভেন্টে রোবটরা অংশ নেবে—ফুটবল ছাড়াও থাকবে ম্যারাথন, জিমন্যাস্টিকস, ট্র্যাক রেস ইত্যাদি।

রোবট ফুটবল খেলা শুধু বিনোদন নয়, বরং এটি রোবটদের শরীরের ভারসাম্য বজায় রাখা, বাস্তব পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া, এবং মানব-রোবট সহাবস্থানের দিক থেকেও এক বিশাল অগ্রগতি। এই উদ্ভাবন ভবিষ্যতের অনেক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করছেন গবেষকরা।

যদিও কিলিয়ান এমবাপ্পের জায়গা এখনই রোবট নিতে পারবে না, তবুও এই প্রযুক্তির অগ্রগতি দেখে মনে হচ্ছে, একদিন হয়তো আমরা সত্যিই মানুষের বিরুদ্ধে বা পাশে রোবটকে খেলতে দেখব!

-অংকিতা রায় চৌধুরী