লিওনেল মেসি ও বার্সেলোনা—এই নাম দুটি এক সময় ছিল যেন একে অপরের পরিপূরক। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক, অসংখ্য ট্রফি ও স্মৃতির সাক্ষী হওয়ার পর, ২০২১ সালে অর্থনৈতিক সংকটে পড়ে প্রিয় ক্লাবকে বিদায় জানান মেসি। তবে তাঁর বিদায়ের পরও থেকে যায় একটি অসমাপ্ত অধ্যায়—বকেয়া বেতনের হিসাব।
অবশেষে সেই অধ্যায় শেষ হতে চলেছে। ২০২৫ সালের জুন মাসে ক্লাবটি জানায়, মেসির বকেয়া বেতনের পুরো অর্থ তাঁকে পরিশোধ করা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ ও ‘এল মুন্দো’ জানিয়েছে, মেসি পাচ্ছেন ৫৯ লাখ ৫০ হাজার ইউরো। এই বকেয়া মূলত করোনাকালীন সময়ের, যখন ক্লাবের আর্থিক অবস্থার কারণে অনেক খেলোয়াড় স্বেচ্ছায় বেতন কমিয়ে নিতে রাজি হন।
মেসি ছাড়াও আরও দু’জন প্রাক্তন খেলোয়াড়—সের্হিও বুসকেতস ও জর্দি আলবাও তাঁদের স্থগিত বেতন পাচ্ছেন। এঁদের মধ্যে বুসকেতস পাচ্ছেন প্রায় ১১.৮ লাখ ইউরো, আর আলবা পাচ্ছেন ৯.৪৩ লাখ ইউরো।
এই ঘটনায় আবারও প্রমাণ হলো, মেসি কেবল মাঠের নয়, ক্লাব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আর বার্সেলোনা, অনেক দেরিতে হলেও, তাঁকে সেই প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিল। অর্থের অঙ্ক যতই হোক না কেন, এই নিষ্পত্তি হলো সম্পর্ক, দায়িত্ব ও সম্মানের এক নীরব বিজয়।
-অংকিতা রায় চৌধুরী





