বাঁহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন সাকিব আল হাসান। তবে একা নন, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে যৌথভাবে এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনৎ জয়সুরিয়া।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে মাত্র ১৩ রানে ১ উইকেট শিকার করেন সাকিব।
ম্যাচে ১ উইকেট নিয়ে ভেট্টরিকে স্পর্শ করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ২৯৫ ম্যাচে ৩০৫ উইকেট শিকার করেছেন ভেট্টরি। অন্যদিকে ২৩৫ ম্যাচে ভেট্টরির সমান ৩০৫ উইকেট সাকিবের। ৩০৫ উইকেট নিতে ভেট্টরির চেয়ে ৬০ ম্যাচ কম লেগেছে বাংলাদেশ অলরাউন্ডারের।
বাঁহাতি স্পিনে ৪৪৫ ম্যাচে ৩২৩ উইকেট শিকার করেছেন জয়সুরিয়া। তাকে টপকাতে আর ১৯ উইকেট প্রয়োজন সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় জয়সুরিয়াকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে সাকিবের।
-দুরন্ত ডেস্ক