সাম্প্রতিক খবর

এক চাকা খুলে পড়ার পরও বিমানের নিরাপদ জরুরি অবতরণ

১৬ মে, শুক্রবার—কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইট (ড্যাশ ৮-কিউ৪০০) মাঝ আকাশে পেছনের একটি চাকা হারিয়ে ফেলে। বিমানটিতে ছিলেন মোট ৭১ জন যাত্রী, যার মধ্যে একজন শিশু।

বিমানটি দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই পাইলট ক্যাপ্টেন বিল্লাহ চাকা খুলে পড়ার বিষয়টি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের জন্য জানিয়ে দেন।

ঢাকার বিমানবন্দরে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও ইঞ্জিনিয়ারিং ইউনিট প্রস্তুত ছিল। দুপুর ২টা ২২ মিনিটে সফলভাবে বিমানের জরুরি অবতরণ সম্পন্ন হয়। যাত্রীরা সবাই নিরাপদে বিমানে থেকে নামেন এবং কেউ আহত হননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, “বিমানটি প্রথম চেষ্টাতেই নিরাপদে অবতরণ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, ড্যাশ ৮-কিউ৪০০ মডেলের বিমান এক চাকা হারানো সত্ত্বেও অভিজ্ঞ পাইলটের দক্ষতায় নিরাপদ অবতরণ সম্ভব।

-অংকিতা রায় চৌধুরী