সাম্প্রতিক খবর

পবিত্র ঈদুল আযহা ২০২৫: ত্যাগ ও সহমর্মিতার মহান পাঠ

৭জুন উদযাপিত হবে কুরবানীর ঈদ। আগামী ৭জুন ২০২৫,জিলহজ মাসের ১০ তারিখ, (শনিবার),বাংলাদেশসহ বিশ্বের বহু মুসলিমপ্রধান দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা। বুধবার (২৮ মে) একটি প্রতিবেদনে এ নিয়ে তথ্য দিয়েছিল আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ। বাংলাদেশের আকাশে( বুধবার),২৮মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছিল।

এর আগে (মঙ্গলবার) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়।সে হিসেবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন,(শুক্রবার),পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হবে।ঈদ এর আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,ওমান, কাতার,অস্ট্রেলিয়া,ইন্দোনেশিয়াসহ আরও বিভিন্ন দেশে ৬ জুন ঈদ পালন করা হবে। আর পাকিস্তান,মালয়েশিয়া,
ব্রুনেই,ভারত,বাংলাদেশে ৭ জুন ঈদ পালিত হবে।

ঈদুল আজহার মূল শিক্ষা জড়িত রয়েছে মহানবী হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহর আদেশে তিনি তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এই মহান আত্মত্যাগের স্মরণে মুসলমানরা প্রতি বছর পশু কোরবানি করে থাকেন, যা আল্লাহর প্রতি আনুগত্য ও নিঃস্বার্থ ত্যাগের প্রতীক।

ঈদের দিন সকালবেলা ঈদগাহ বা মসজিদে ঈদের নামাজ আদায় করে মুসলিম সম্প্রদায়। এরপর শুরু হয় কোরবানির কার্যক্রম। ঈদুল আজহার অন্যতম বৈশিষ্ট্য হলো এর সামাজিক দিক—কোরবানির মাংস তিন ভাগ করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। এই নিয়ম ইসলামের সাম্যবাদী ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

বর্তমান সময়ে, যখন সমাজে বৈষম্য, হিংসা ও আত্মকেন্দ্রিকতা বাড়ছে, তখন ঈদুল আজহার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়—সত্যিকার ধর্মচর্চা মানে হলো অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা, নিজের ভোগের চেয়ে ত্যাগকে প্রাধান্য দেওয়া। এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একসূত্রে গাঁথে, গড়ে তোলে সহমর্মিতা ও সহাবস্থানের এক সুদৃঢ় বন্ধন।

ঈদ শুধু উৎসব নয়, এটি এক সামাজিক দায়িত্ব ও আত্মিক পরিশুদ্ধির সুযোগ। আমরা যেন ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করি—ত্যাগ, সহানুভূতি ও মানবিকতার পথে এগিয়ে যাই।
সকলের জন্য রইল পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা।

ঈদ মোবারক।

– জান্নাতুল নাঈম নিধি