বিজয় দিবসে পরিবেশ বার্তায় নারায়ণগঞ্জে সাইকেল রাইড।
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিজয় দিবসে নারায়ণগঞ্জ জেলায় সাইকেল রাইডের আয়োজন নারায়ণগঞ্জ সাইক্লিস্টস কমিউনিটির।
১৬ ই ডিসেম্বর বাংলাদেশের জন্য এক গৌরাবন্বিত দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে পৃথিবীর বুকে জন্ম নেয় লাল সবুজের এই বাংলাদেশের। গৌরবান্বিত ৫৪তম বিজয় দিবস উদযাপনে সেইলরের সৌজন্যে “প্রজন্ম থেকে প্রজন্মে, ২৫ এ ২৫” এই প্রতিপাদ্য নিয়ে নিরাপদ সড়ক এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ জেলা সাইক্লিস্টস কমিউনিটি আয়োজন করে বিজয় রাইড ২০২৫। উক্ত বিজয় র্যালীতে নারায়ণগঞ্জ জেলাসহ আশেপাশের জেলার বিভিন্ন বয়সের আনুমানিক দুই শতাধিক সাইক্লিস্টস অংশগ্রহণ করেন।
১৬ তারিখ, মঙ্গলবার, বিজয় দিবসের প্রথম প্রহরেই শহরের চাষাড়া সংলগ্ন, চানমারী নতুন রোডে সাইক্লিস্টগণ লাল সবুজের পতাকায় সাইকেল সজ্জিত করে উপস্থিত হয়ে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস উদযাপনের সূচনা হয়। নির্ধারিত সময়ে গ্রুপের নিয়োজিত ভলেন্টিয়ারগণ রাইডের জন্য রেজিস্ট্রেশনকৃত সাইক্লিস্টসদের মধ্যে বিজয় রাইড ২০২৫ এর জার্সি, সকালের নাস্তার ও র্যাফেল ড্র-এর টোকেন এবং লাল সবুজ বেলুন প্রদান করেন। পরবর্তীতে ভলেন্টিয়ারদের সহযোগিতায় সাইক্লিস্টদের সারি ঠিক করে রুট প্ল্যান ঠিক করে রাইডারদের যথাযথ নির্দেশনার মাধ্যমে রাইড শুরু করা হয়।
রাইডটি চাঁনমারী নতুন রাস্তা থেকে শুরু করে হাজীগঞ্জ কেল্লা- মেট্রো সিনেমা হল- চাষাড়া মোড়- ২ নং গেইট- ডিআইডি মোড় হয়ে নারায়ণগঞ্জ সিটি পার্ক (পূর্ববর্তী শেখ রাসেল পার্ক) এ এসে শেষ হয়। এই যাত্রা সবাই সুশৃঙ্খলভাবে উপভোগ করেন এবং একে অপরকে পারস্পরিক সহায়তার মাধ্যমে রাইডটি সম্পূর্ণ হয়। সম্ভাব্য দুর্ঘটনা জনিত আশঙ্কা থেকে, প্রাথমিক চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট এর তিনজন সদস্য পুরো রাইডে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে উপস্থিত থাকেন।
রাইড শেষে নারায়ণগঞ্জ সিটি পার্কের লেক সংলগ্ন মঞ্চে সব রাইডার একত্রিত হলে তাদের পরিবেশবান্ধব পাটের তৈরি ব্যাগে সকালের নাস্তা বিতরণ করা হয়। নাস্তা শেষে র্যাফেল ড্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সেখানে উপস্থিত সব রাইডার একসাথে বিজয় দিবস উদ্যাপনের অন্যতম পর্ব হিসেবে জাতীয় সঙ্গীতে গলা মেলান। পরবর্তী ধাপে বিশেষ আকর্ষণ, র্যাফেল ড্রয়ের মাধ্যমে ১০ জন ভাগ্যবান বিজয়ীকে সাইক্লিং সামগ্রী এবং সেইলরের পক্ষ থেকে তাদের আউটলেট থেকে কেনাকাটার জন্য বিশেষ ডিসকাউন্ট কার্ড প্রদান করা হয়।
উক্ত আয়োজনে নারায়ণগঞ্জ সাইক্লিস্টস কমিউনিটির সাথে এই বিজয় রাইড নিয়ে সেইলর নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার জনাব মোঃ কিরণ তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে উপস্থিত সবাইকে সাইক্লিং ও স্বাস্থ্য সচেতনতার কথা বলেন এবং রাইডে যোগদান করা সাইক্লিস্ট, ভলানটিয়ার ও এডমিন, মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পরিবেশ বান্ধব সাইক্লিং এবং এই ধরনের কর্মকাণ্ডে তাদের সরব কার্যক্রমের কথা তুলে ধরেন। পাশাপাশি নারায়ণগঞ্জ সাইক্লিস্টস কমিউনিটির এডমিন জনাব জাহিদুল ইসলাম সাকিব, জনাব আহমেদ সাফাত, দেলোয়ার হোসেন সিজান তাদের নিজ নিজ বক্তব্যে নারায়ণগঞ্জ তথা পুরো দেশে সাইকেল বান্ধব পরিবেশ সৃষ্টি এবং সাইক্লিং শুধু সখের জন্যই নয়, বরং দেশের পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং ব্যক্তিগত বাহন হিসেবে সাইকেল ব্যবহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একইসাথে নারায়ণগঞ্জে এমন আয়োজনে পাশে থেকে সহায়তার জন্য সেইলরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও আয়োজন সুন্দরভাবে শেষ করতে সচেতনভাবে সহায়তার জন্য ভলেন্টিয়রদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেইলরের সহযোগিতায়, নারায়ণগঞ্জ জেলা সাইক্লিস্টস কমিউনিটির এই আয়োজন নিয়ে উপস্থিত রাইডারদের উচ্ছ্বাস ছিল যথেষ্ট এবং তারা নারায়ণগঞ্জ সাইক্লিস্টস কমিউনিটির এমন আয়োজনের অংশ হিসেবে আনন্দিত। নিয়মিত বিশেষ দিবস ঘিরে আনন্দের আবহ তৈরি জন্য জন্য নারায়ণগঞ্জ সাইক্লিস্টস কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-লোকনাথ মন্ডল





