তৃতীয় বারের মতো শুরু হয়ে গেছে জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অলিম্পিয়াড প্রতিযোগিতা ICT OLYMPIAD BANGLADESH SEASON-3। শিক্ষার্থীদের দক্ষতার বিকাশ ও প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্যে প্রস্তুত করতে যার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে তথ্য ও প্রযুক্তির দিকে উৎসাহিত করতে ২০২১ সালে আইসিটি অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। এটি জাতীয় পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক একটি প্লাটফর্ম । যেখানে রয়েছে প্রযুক্তি নির্ভর প্রায় ১৫ টি সেগমেন্টে দক্ষতা অর্জনের সুযোগ।বর্তমান চাকরি বাজার ও ভবিষ্যৎ প্রযুক্তিখাতের চাহিদা বিবেচনায় রেখেই আইসিটি অলিম্পিয়াড টেকনোলজি ভিত্তিক এই গুরুত্বপূর্ণ সেগমেন্টগুলো আইসিটি অলিম্পিয়াডের সিজন -৩ তে অন্তর্ভুক্ত করেছে।
“Empowering Future with Technology” এই স্লোগানকে সামনে রেখে ICT বিষয়ক সচেতনতা,জ্ঞান ও সহযোগীতা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলছে ICT OLYMPIAD BANGLADESH । যা ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রযুক্তির অঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ় করতে আরো প্রত্যয়ী করে তুলবে। শুধু তাই নয় , নিজেদের আন্তর্জাতিক মানে উন্নীত করতেও সাহায্য করবে আইসিটি অলিম্পিয়াড।
আইসিটি অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, এখানে তৈরি হয় কিছু আনন্দময় ও শিক্ষণীয় মুহুর্তের।অংশগ্রহণকারী সকলের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ মনোভাব।
দেশের সকল প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি হতে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শ্রেণির শিক্ষার্থী প্রায় ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এই প্রতিযোগিতায়। প্রতিটি অংশগ্রহণকারীর প্রস্তুতি সহজ ও কার্যকর করার জন্যে আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে থাকবে তাদের নিজস্ব ড্যাশবোর্ড। যেখানে শিক্ষার্থীরা খুবই দক্ষ মেন্টরদের দ্বারা পরিচালিত সকল সেগমেন্টের ওপর ফ্রি ক্লাস করার সুযোগ পাচ্ছে। এছাড়াও পেয়ে যাচ্ছে বই (PDF ফরম্যাট), রেকর্ডেড ক্লাস ভিডিও, ব্লগ কনটেস্ট (সেগমেন্ট ভিত্তিক লেখা ও বিশ্লেষণ) , প্র্যাকটিস মক টেস্ট ।

এবারের আইসিটি অলিম্পিয়াডের সিজন-৩ এর প্রতিযোগিতা ৪টি রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার প্রথম ৩টি রাউন্ড অনলাইনে বহুনির্বাচনী পদ্ধতিতে এবং ফাইনাল (গালা রাউন্ড) বহুনির্বাচনী,লিখিত এবং ভাইভা (সরাসরি প্রশ্নোত্তর) এর মাধ্যমে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য রয়েছে সম্মাননা,সনদ ও বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা ।
তোমার স্বপ্ন যদি হয় প্রযুক্তিকে ঘিরে, তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণে আন্তরিকভাবে আমন্ত্রণ রইলো ।
রেজিস্ট্রেশন লিংক: https://www.facebook.com/share/p/16KvV2QN7g/
– রিয়া আক্তার





