সাম্প্রতিক খবর

বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস: ১লা আগস্ট

বিশ্ব স্কাউট আন্দোলনের একটি অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন হচ্ছে বিশ্ব স্কাউট স্কার্ফ ডে। ১লা আগস্ট প্রতি বছর সারাবিশ্ব জুড়ে স্কার্ফ ডে পালন করা হয়। স্কাউট স্কার্ফ শুধু একটি কাপড়ের টুকরো নয় – এটি হচ্ছে ঐক্য, সততা, দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রতীক। বিশ্ব স্কাউট পরিবারের সঙ্গে ঐক্য , চেতনা ও মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটায় এই স্কার্ফ।

১৯০৭ সালে ব্রাউনসি দ্বীপে লর্ড ব্যাডেন পাওয়েল এর প্রথম স্কাউট ক্যাম্পিংকে স্মরণে রেখে প্রতি বছর ১লা আগস্ট স্কাউট স্কার্ফ ডে পালন করা হয়।
এইদিনে সক্রিয়-প্রাক্তণ সকল স্কাউট সদস্যদের স্কাউট স্কার্ফ পরিধানে উৎসাহিত করা হয়। লর্ড ব্যাডেন পাওয়েল মূলত যুদ্ধের সময় শত্রুদের থেকে বন্ধুদের আলাদাভাবে চিহ্নিত করার জন্য এই স্কার্ফ পরিধান করতেন। কিন্তু শীঘ্রই এই স্কার্ফ স্কাউট আন্দোলনের এবং এর মূল্যবোধের এক অপরিহার্য অংশে পরিণত হয়।

স্কাউট স্কার্ফ সারা বিশ্বে ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতিনিধিত্ব করে। ভাষা – সংস্কৃতির দিক থেকে পার্থক্য থাকলেও স্কাউট স্কার্ফ সকল স্কাউটদের একই সুতোয় আবদ্ধ করে। বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে এবং অন্যদের অনুপ্রাণিত করতে স্কাউট সদস্যরা সদা প্রস্তুত থাকে।

– রিয়া আক্তার