২০২৫ সালের ২৬ জুন শুরু হয় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর মতো এইবারের এইচএসসি পরীক্ষায়ও শিক্ষার্থীদের অনুপস্থিতি তুলনামূলক অনেক বেশি। পরীক্ষার প্রথম দিন অর্থাৎ ২৬জুন মোট অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী।যা আজ ২য় দিন এর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী এবং ৪১জনকে অনিয়ম ও শৃঙ্খলার দায়ে বহিষ্কার করা হয়।
২ হাজার ২৯৭ টি কেন্দ্রে এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০ লাখ ৯৭ হাজার ৮৭৫ জন।যা বিগত বছর গুলোর তুলনায় অনেকটাই কমে এসেছে।দুই বছর আগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রায় সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেও তারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি এবার।পরীক্ষায় অনুপস্থিতির হার দাঁড়িয়েছে প্রায় ২ শতাংশ।
পরীক্ষায় অনুপস্থিতির একটি বড় কারণ হিসেবে বাল্যবিবাহকে দাড় করানো হয়েছে।কারণ অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে, পরীক্ষায় অনুপস্থিত বেশিরভাগ শিক্ষার্থীরই বিয়ে হয়ে গেছে।এছাড়াও পারিবারিক অস্বচ্ছলতার কারণে পড়ালেখা ছেড়ে কর্মক্ষেত্রে যোগ দেওয়া,অসুস্থতা, পরীক্ষায় ভালো প্রস্তুতি না থাকা ইত্যাদি কারণেও অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
এইবছর ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দিনাজপুর, রাজশাহী,সিলেট ও কুমিল্লা বোর্ডে অনুপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি।তবে যশোর ও চট্টগ্রাম বোর্ডের অনুপস্থিতির হার তুলনামূলক কম।
রিয়া আক্তার





