সাম্প্রতিক খবর

চতুর্থ বারের মতো বিজয়ী ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে টানা চতুর্থ বারের মতো বিজয়ী ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব।

“তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”– এই বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজ ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতাটি ২৮ জুন ২০২৫, শনিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

*অনুষ্ঠানের বিবরণ:

আয়োজক: ডিবেট ফর ডেমোক্রেসি
প্রধান অতিথি:মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য
সঞ্চালক: হাসান আহমেদ চৌধুরী কিরণ, সভাপতি, ডিবেট ফর ডেমোক্রেসি

ইডেন মহিলা কলেজ দলের সদস্যরা:

মাসনুন নাবিলাহ আলম (সমাজবিজ্ঞান বিভাগ, পক্ষদলের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা)
সাদিয়া মাসুদ রিয়া(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মাননীয় মন্ত্রী)
প্রভাতী নূর(ভূগোল বিভাগ, সরকার দলীয় সংসদ সদস্য)
অন্যান্য সদস্য: সুমাইয়া সুহা (সমাজবিজ্ঞান বিভাগ), অর্পিতা পাল (ভূগোল বিভাগ)

*বক্তব্য হাইলাইটস:

1. ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি, হাসান আহমেদ চৌধুরী কিরণ:
তরুণদের রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে গণজাগরণ সৃষ্টির ক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণরা বাংলাদেশে পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে।

2. প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না: তরুণদের দেশ সংস্কারে এবং ইতিহাস সৃষ্টিতে অবদানের প্রশংসা করে তিনি বলেন, “তরুণরা রাজপথ ছাড়াও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

3.বিজয়ী দলের সদস্য সাদিয়া মাসুদ রিয়া:
বিজয়ে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, “ইডেন কন্যারা সব কিছুতেই সেরা।” তিনি ক্লাবের সভাপতি মিফতাহুল জান্নাত এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের প্রতি গর্ববোধ করেন।

4. ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি:
তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “প্রতিটি বিতার্কিকের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বের সক্ষমতা এবং গভীর চিন্তাশীলতার প্রকাশ ঘটেছে। এই সাফল্য শিক্ষাঙ্গনের গৌরব বৃদ্ধি করেছে এবং যুক্তিভিত্তিক সমাজ নির্মাণে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

5. ইডেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক, অধ্যাপক মাহফিল আরা:
তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এ ধরনের সুস্থ মানসিক বিকাশ চর্চায় আমার মেয়েরা আরও এগিয়ে যাবে।”

ইডেন মহিলা কলেজের এই বিজয় শুধু একটি প্রতিযোগিতার সাফল্য নয়, বরং তরুণদের যুক্তিবোধ, নেতৃত্ব এবং দেশ গঠনের সম্ভাবনার একটি উজ্জ্বল প্রতিফলন। এই অর্জন শিক্ষাঙ্গনের গৌরব বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি আস্থা জোরদার করেছে।

– সুচিস্মিতা চক্রবর্তী