সাম্প্রতিক খবর

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে নারায়ণগঞ্জের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে চলছে ৫ দিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা।

আনন্দঘন ও উৎসব মুখোর পরিবেশ নারায়ণগঞ্জ পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চলছে চারদিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা। ১৯ জুন থেকে ২৩শে জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ২.০০ ঘটিকা থেকে রাত ৮.৩০ ঘটিকা পর্যন্ত চলবে এই ভ্রাম্যমাণ বইমেলা। দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আয়োজন।


০৫ দিনের বইমেলায় পাওয়া যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি প্রখ্যাত বিভিন্ন প্রকাশনীর ১০ হাজারের অধিক বিখ্যাত বই। এছাড়াও মেলা শিশুকিশোরদের কথা মাথায় রেখে আলাদা বিভাগে রাখা হয়েছে শিশুকিশোরদের উপযোগী বিভিন্ন ছড়া, গল্প সহ নানা ধরনের বই৷ মেলায় আগত দর্শনার্থী ও একজন বইপ্রেমি নারায়ণগঞ্জ প্রিপেটরী স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রত্যয় বইমেলা নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, তিনি নিয়মিত বই পড়েন এবং নারায়ণগঞ্জে এমন বইমেলা তার কাছে বেশ ভালো লাগছে। এছাড়াও তিনি মেলা থেকে তার পছন্দের সাইন্স ফিকশন ও ইতিহাস সম্পর্কিত বই ঘুরে দেখার আনন্দের কথা দুরন্তকে জানান ও আয়োজক কর্তৃপক্ষকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

ভ্রাম্যমাণ বইমেলা শুধু বই বিক্রয় ও প্রদর্শনীতেই সীমাবদ্ধ নয়, বরং পাশাপাশি শিশুকিশোরদের জন্য নানা আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন, যেখানে, ‘ক’ গ্রুপে আছে শিশু থেকে ১ম শ্রেণির শিক্ষার্থীরা, যাদের বিষয় ইচ্ছে “যেমন খুশি” যেখানে নিজের তারা নিজের ইচ্ছে মতো আঁকতে পারবে। ‘খ’ গ্রুপে ২য় থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয়ে গ্রামের দৃশ্য, ‘গ’ গ্রুপে ৫ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয়বস্তু হলো বর্ষাকাল/কৃষি জীবন এবং চিত্রাঙ্কনের সর্বশেষ গ্রুপ ‘ঘ’ এ ৮ম শ্রেণি থেকে উন্মুক্ত বিভাগের বিষয় হলো, নারায়ণগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য। অঙ্কনের পাশাপাশি আবৃত্তি প্রতিযোগিতাও আছে। আবৃত্তি প্রতিযোগিতা: আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ ৬ষ্ঠ-৭ম শ্রেণি, ‘খ’ গ্রুপ ৮ম-৯ম শ্রেণি, ‘গ’ গ্রুপ ১০ম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার এই পর্ব অনুষ্ঠিত হবে মেলার ৪র্থ দিন অর্থাৎ ২২ শে জুন বিকাল ৩.৩০-৪.৩০ পর্যন্ত এবং আবৃত্তি পর্ব শুরু হবে বিকেল ০৫ টা থেকে। এখানে আবৃত্তির কবিতা হবে সর্বোচ্চ ২/৩ মিনিট।
বিচারের ভিত্তিতে প্রতি গ্রুপ থেকে ১ জন করে মোট ৩জনকে পুরস্কার প্রদান করা হবে।
মেলার সমাপনী দিনে উক্ত প্রতিযোগিতার ফলাফল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান হবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে সমাপনী দিন অর্থাৎ ২৩ শে জুন ২০২৫ তারিখ বিকেল ৪ টা থেকে। একই সাথে প্রতিযোগিতার বাইরে আগ্রহী শিশু-কিশোররা গান, নৃত্য ও একক অভিনয়ে অংশগ্রহণ করতে পারবেন বলে জানান কর্তৃপক্ষ।

– লোকনাথ মন্ডল