গতকাল ০৩রা জুন ২০২৫ খ্রি : “কম জায়গা, শূন্য দূষণ – বাইসাইকেল আধুনিক বাহন” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সাইক্লিং কমিউনিটিগুলোতেও পালন করা হয়েছে বিশ্ব বাইসাইকেল দিবস-২০২৫। টেকসই ভবিষ্যতের জন্য সাইক্লিং করার গুরুত্ব অনুধাবন করে ২০১৮ সাল থেকে জাতিসংঘ এই দিবসটি পালন করে আসছে। একজন সাইক্লিস্ট এর জন্য এই দিনটি গুরুত্ব অনেক। বাংলাদেশে বিভিন্ন সাইক্লিং কমিউনিটিতে এই দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করতে দেখা যায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন পোস্টে সাইক্লিস্টরা দেয়া রাইড এবং দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালির ছবি ভিডিও শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। সকল সাইক্লিস্টরা একে অপরকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করছেন।
নারায়ণগঞ্জ সাইক্লিস্টস কমিউনিটি(NCC) এর এডমিন দেলোয়ার হোসেন সিজান এর সাথে বিশ্ব বাইসাইকেল দিবস নিয়ে কথা বললে, তিনি তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ” ৩রা জুন ২০২৫, আমরা উদ্যাপন করছি “বিশ্ব বাইসাইকেল দিবস”- এই দিনটি কেবল সাইকেল চালানোর দিন নয়; এটি একটি প্রতীক, একটি বার্তা – একটি পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও টেকসই জীবনের দিশা দেখানোর দিন। সাইক্লিং শুধু শরীরচর্চা বা বিনোদনের উপায় নয়, বরং এটি আমাদের পরিবেশের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক। বর্তমানে যখন পরিবেশ দূষণ ও যানজট আমাদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তখন সাইকেল হতে পারে এর কার্যকর সমাধান। কারণ সাইক্লিং এ কোন ধরনের জ্বালানি প্রয়োজন পড়ে না, কার্বন নিঃসরণ করে না, বরং আমাদের শরীরকে সুস্থ রাখে”
এছাড়া সাইক্লিং করতে কি কি অসুবিধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন- দেশের সাইক্লিং এর জন্য আলাদা লেন এর অভাব রয়েছে। মানুষের মাঝে সাইক্লিং এর সচেতনতার অভাব সহ নারী সাইক্লিস্টদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি তার হতাশা ব্যক্ত করেন। তিনি আশা করেন, “বাংলাদেশে সাইক্লিং এর উপর গুরুত্ব দেওয়া হক। সাইক্লিং জগতটা শুধু সৌখিনতায় সীমাবদ্ধ না থেকে প্রয়োজনীয় আসুক”
এটা শুধু তার কথা নয় বরং সাইক্লিং এর সাথে যুক্ত সকলের একই আশা, আমাদের দেশে সাইক্লিং এর সুন্দর পরিবেশ তৈরি হক। বর্তমান আধুনিক দুনিয়ায় অন্যান্য বাহনে জ্বালানি এবং বিষাক্ত ধোঁয়ার মাধ্যমে পরিবেশের ক্ষতি সাধন করে, যানজটে নষ্ট হয় আমাদের কর্মঘণ্টা সেখানে, স্বল্প দূরত্বে সাইকেল আমাদের সহজেই কম সময়ে গন্তব্যে পৌঁছে দেয়। আমাদের দেশের শহরগুলোতে গণপরিবহন ও প্রাইভেট পরিবহনের যে বাড়তি চাপ দেখা যায় আর যানজটের কবলে পড়ে নষ্ট হয় আমাদের কর্মঘণ্টা সেখানে সাইকেলে মেলে স্বস্তি। সহজেরই কম সময়ে দ্রুত চলাচলে সাইকেলের গুরুত্ব অস্বীকার করার মতো নয়। সাইকেল আমাদের স্বাস্থ্য ভালো রাখে, সাইকেলে বায়ু দূষণ নেই। তাই চলাচলে সাইকেল অপরিহার্য বাহন।
বর্তমানে আমাদের দেশে গড়ে উঠেছে অসংখ্য সাইক্লিং কমিউনিটি যারা, সাইকেল চালানোয় সবাইকে উৎসাহিত করার পাশাপাশি নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত সাইকেল চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আমাদের দেশে বর্তমানে অনেক পেশাদার সাইক্লিস্ট রয়েছেন যারা সাইকেল চালিয়ে দেশের জন্য নানা অর্জন ও সুনাম বয়ে আনছেন।
– লোকনাথ মন্ডল





