জীবন!
জীবন বড়ই অদ্ভুত।
কেউ উপরে উঠছে তো কেউ নামছে।
কারো যাত্রা শুরু হয়, কেউ গন্তব্যে পৌঁছে যায়।
একদিকে যেমন জন্ম নিচ্ছে শিশু অন্যদিকে আবার কেউ মৃত্যুকে বরণ করছে।
জীবন কিন্তু থেমে থাকছে না,
না করছে কারো অপেক্ষা।
সে তো দিনের পর রাত,রাতের পর দিন করে করে এগিয়েই যাচ্ছে।
কিন্তু, জীবনের এই অবিরাম ছন্দময় ছুটে চলার মাঝে কোথায় যেন ছন্দ পতন ঘটছে।
হারিয়ে ফেলছি নিজেকে ,
সব থেকে কেমন যেন পিছিয়ে পড়ছি।
তবে প্রশ্ন হচ্ছে এই যে-
জীবন দ্রুত এগোচ্ছে নাকি আমিই বেশি পিছিয়ে পড়ছি?
পিছিয়ে পড়তে পড়তে একসময় হারিয়ে যাবো না তো?
এতো বৈচিত্রের মাঝে টিকে থাকতে পারবো তো?
-নুবাহা নাফতিহা





