ফটোগ্রাফি

সিআরবির ‘কুঞ্জ’ চা খেতে খেতে পড়তে পারেন বই

কুঁড়েঘরের আদলে বিভিন্ন মাপের বাঁশ আর ছন দিয়ে তৈরি ছোট্ট একটি ঘর যার নাম শোভা পেয়েছে ‘কুঞ্জ’ নামে। বন্দরনগরী চট্টগ্রামের সিআরবি সিরিষতলায় এই কুঞ্জে বিকেল হলেই চা-পছন্দ করা মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠে। ছিমছাম গড়নের কোঁকড়াচুলের অধিকারী একটি ছেলের হাতে বানানো এই চা খেতে ভীড় জমেছে চা খেকোদের। ছোট্টকুঞ্জে শুধু চা বিক্রিই নয় পাশে ছোট্ট দু’টি টুকরো বাঁশের উপর রয়েছে শুতলিতে বাঁধা ভিন্ন রকম এক বুকশেলফ। কুঞ্জের এই বুক শেলফে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। রয়েছে সত্যজিত রায়, হুমায়ুন আহমেদ, জাহানারা ইমামের মতো খ্যাতনামা লেখকদের বই। সিআরবির ছোট্ট এই কুঞ্জে চা’য়ের কাপে চুমুক দিতে দিতে বই গুলো পড়তে পারছেন তারা।
-ছবি: সৈয়দ আবুল হাসনাত জিসান।

-দুরন্ত ডেস্ক

Leave a Reply