এক বিশ্ব

করোনা এখন শেষের পথে

খবরের কাগজে এবং সোশ্যাল মিডিয়াতে শুনছি কোভিড ১৯ এখন নির্মূল হয়ে যাচ্ছে। কোভিড-১৯ ভাইরাসের কার্যকারিতা এখন পুরোপুরি নিস্ক্রিয় হয়ে গেছে। এটা অবশ্যই বিশ্ববাসীর কাছে এটি একটি সুসংবাদ। ফলে মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মরবে না। তবে এখন কোভিড-১৯ শেষ হলেও এই বিশ্ববাসী অনেক কিছু হারিয়ে ফেলেছে গত ২ বছরে। কোভিড-১৯ কারণে কত মানুষ প্রাণ গেল সেটা কোনো হিসাব নাই। দেশে দেশে লকডাউনে কারণে কত মানুষ আত্নহত্যা করছিল সেটাও আমাদের জানা নেই। কত ডাক্তার কোভিড-১৯ চিকিৎসা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিল। গত ২ বছর অনেক দেশের অর্থনৈতিক ব্যবস্থা পাল্টে গিয়েছিল। অনেক বড় বা ছোট কোম্পানিগুলো কত কর্মকর্তা এবং কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করছিল শুধু মাত্র বেতন না দেওয়ার কারণে। অনেক স্কুল কলেজে শিক্ষকের বেতন বাকি ছিল। কোভিড-১৯ কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল শিক্ষা ব্যবস্থায়। কারণ শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন ক্লাস করে নতুন কিছু শিখতে পারছিল না। আবার অনেকে ক্লাস বিরতি হয়েছে। অনেকে সেশন জটের স্বীকার হয়েছে।

তবে কোভিড-১৯ সবচেয়ে বেশি ভাগ লাভ হয়েছে পরিবেশে। কারণ কলকারখানা বন্ধ থাকাতে পরিবেশ দূষণ কম হয়েছে, তাই বন্য প্রাণীগুলো স্বস্তিতে বাস করেছে।

এসব ক্ষতিগুলো আদো কি পুষিয়ে নিবে, সেটা আমি জানি না। তবে এতটুকু জানি যে আমাদেরকে এগিয়ে যেতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ আমরা যদি ধৈর্য্য নিয়ে এগিয়ে না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পরর্বতীতে কিছু করতে পারবে না। পরর্বতীতে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো ব্যাপারে না জানে তাহলে তারা কীভাবে এই রকম মহামারী সাথে মোকাবেলা করবে? তাই আমাদের উচিত এগিয়ে যাওয়া যেন ভবিষ্যৎ প্রজন্ম কিছু শিখতে পারবে।

– এস. এম. এম. মুসাব্বির উদ্দিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ, ঢাকা।

-দুরন্ত প্রতিনিধি

Leave a Reply