আমার ক্যাম্পাস সাম্প্রতিক খবর

নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী ও মৌসুমি ফল উৎসব উদযাপন।

আজ ১৯ জুন, ২০২৫ বৃহস্পতিবারে নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও মৌসুমি ফল উৎসব। এই উৎসবমুখর আমেজে আজ স্কুল প্রাঙ্গণ ভরে উঠেছে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য, রঙিন সাজ ও দেশীয় ফলের বাহারি প্রদর্শনীতে।

শিক্ষার্থীরা নিজ হাতে সাজিয়ে আনে বিভিন্ন মৌসুমি ফল, অংশ নেয় ফলভিক্তিক কুইজ প্রতিযোগিতা, প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক পরিবেশনায়।

উক্ত অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মাননীয় অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইয়ুম। তিনি বলেন—”উক্ত উৎসবে শিক্ষার্থীরা ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি দেশীয় ও বিদেশি বিভিন্ন স্বাদের ফলের স্বাদ উদযাপন করে। শিক্ষার্থীবৃন্দ ফল উৎসবে বিভিন্ন ফলের স্বাদ আস্বাদনের পাশাপাশি উক্ত ফলের খাদ্যগুণ, উৎপত্তি, উপকারিতা ইত্যাদি সম্পর্কেও জানতে পারে। দেশীয় ফলের পাশাপাশি আন্তর্জাতিক ভাবে পরিচিত বিভিন্ন ফল সম্পর্কেও তারা জানতে পারে। এই উৎসব ছাত্রছাত্রীদেরকে দেশীয় সংস্কৃতির সাথেও পরিচয় করিয়ে দেয়”।

শিক্ষার্থীদের অভিব্যক্তিতে ছিল উৎসবের আনন্দ স্পষ্ট। এক শিক্ষার্থী বলেন, “আমি নিজে ফল এনেছি,আমার অন্য বন্ধুরাও ফল এনেছে, বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছি। সবাই মিলে খেলাধুলাও করেছি। খুব মজা লেগেছে।”

এ উৎসব শিক্ষার্থীদের জন্য শুধু বিনোদন নয়, বরং একটি শিক্ষণীয় একটি উৎসব ছিল।।

-অংকিতা রায় চৌধুরী