হাসতে মানা

গণিত শিক্ষক (রম্য)

হাইস্কুল লাইফে গণিত টিচার অনেক প্যারা দেয়। এটা আমার মত ছাত্রদের জন্য একটা বড় সমস্যা ছিল। তারা জানে আমরা পারিনা তবুও নাকে দড়ি দিয়ে ঘোরায়।
সুমন স্যার নামে আমাদের একটা স্যার ছিল। সবাই জম স্যার ডাকতো। আমাদের হেড মাস্টার ও তাকে দেখে ভয় করতো। তার কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হলো অংক ভুল হলেও কোনো না কোনো ভাবে সেটা উত্তরের সাথে মিলিয়ে দিতেন ঠিক কুমিরের খাজকাটা গল্পের মতন।
প্রায় ২ বছর পর হঠাৎ করে সেদিন স্যারের সাথে দেখা। ভাবলাম একটু প্রতিশোধ নেয়া যাক,
স্যার:- এই ফ্লেক্সিলোড এর দোকান কোন দিকে বলতে পারবা ?
আমিঃ- জ্বি স্যার। সামনে ২৯৮° ঘুরে যাবেন
তারপর সোজা ৫০মিটার হাঁটবেন । উৎপন্ন কোনে পিথাগোরাসের সুত্র ফেলে বর্ধিত করে টেন থিটার আসন্ন মান অনুপাতে যে রাস্তা ছেদ করেছে তাকে সমদ্বিখণ্ড করে ৬০ মিটার হেঁটে যাওয়ার পর যে মোড় পাবেন সেখানে দাঁড়িয়ে ৫৭২° কোনে তাকালেই ব্যানার দেখতে পাবেন। ব্যানারের প্রস্থের নিচে একটি দোকান পাবেন । সেটাই হলো ফ্লেক্সিলোড এর দোকান।
স্যার কিছু না বলেই আড় চোখে তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে হাঁটতে শুরু করলেন। এতেই বুঝলাম কাজ হয়েছে।
-শাহারিয়ার কবির

Leave a Reply