হাসতে মানা

আজ বিশ্ব কৌতুক দিবস

ইংরেজি তে একটি প্রবাদ আছে, “Laughter is the best medicine.” অর্থাৎ, “হাসি’ই সর্বোৎকৃষ্ট ঔষধ।” এবং অবশ্যই প্রবাদ টি ভীষণ সত্য। কারণ একজন মানুষ তখনই অধিকতর প্রফুল্লবোধ করে যখন সে হাসে। এবং এই কৌতুক আমাদের মধ্যে হাসির অনুভূতি যোগায়। কৌতুক একধরনের ছোট সাহিত্য ও বটে। এই সাহিত্য কে বহু বিখ্যাত লেখকরা বিভিন্ন রূপ এবং আকার দিয়েছেন। আজকে তাই বিশ্ব কৌতুক দিবস উপলক্ষে কয়েকটি জনপ্রিয় কৌতুক আপনাদের কাছে উপস্থাপন করছি।

কৌতুক নম্বর ১

শিক্ষক: গ্রামার কাকে বলে?
ছাত্র: যে লোক গ্রামে থাকে তাকেই বলে গ্রামার। লোকটি যদি বাঙালি হয় তবে তাকে বলে বাংলা গ্রামার আর যদি সে ইংরেজ হয় তবে তাকে বলে ইংরেজি গ্রামার।

কৌতুক নম্বর ২

প্রতিবেশী: বল্টু বড় হয়ে তুই কি হতে চাস?
কালু: আমার বাবার মতো আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই।
প্রতিবেশী: কী বলিস বল্টু! তোর বাবা আবার আমেরিকার প্রেসিডেন্ট ছিল কবে?
কালু: না, তিনিও আমেরিকার প্রেসিডেন্ট হতে চান তাই আর কি!

কৌতুক নম্বর ৩

পাগলা গারদে এক পাগল একটা মগের ভেতরে চামচ ঢুকাচ্ছে আর বের করছে। পাশ দিয়ে সেখানকার ডাক্তার যাচ্ছিল। দেখে জিজ্ঞেস করলেন,

‘কী করছো?’
পাগল: ডাক্তার সাহেব, মাছ ধরছি চামচ দিয়ে।
‘ভালো ভালো’, বলে ডাক্তার চলে গেলেন। ফেরার সময় দেখেন সেই পাগল তখনও একই কাজ করছে। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন,
‘কি হে, কয়টা মাছ ধরলে?’
পাগল তখন মগে চামচ ঢোকানো বন্ধ করে উঠে এলো ডাক্তারের কাছে। ফিসফিস করে বললো, ‘ডাক্তার সাহেব, দেরি কইরেন না, আজকেই এই হাসপাতালে ভর্তি হয়ে যান।’
ডাক্তার: মানে? কেন?
পাগল: কারণ এই মগের মধ্যে চামচ দিয়ে মাছ ধরা যায়, এটা শুধু কোনো পাগলই বিশ্বাস করতে পারে।

– জাহান কনা

Leave a Reply