সংগঠন সংবাদ

ফ্লাওয়ার্স বাংলাদেশ ঈদ আনন্দ উৎসব

ফ্লাওয়ার্স বাংলাদেশ প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক শিশুদের জন্য ঈদ উৎসব আয়োজন করে। সমাজে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ১৭ বছরব্যাপী এ আয়োজনটি করে আসছে ফ্লাওয়ার্স বাংলাদেশ । তারা ছোট্ট বন্ধুদের জন্য ঈদের নতুন জামা, সেমাই, চিনি, পোলার চাল, টুথপেস্ট, ব্রাশ,সাবান নেইল কাটার, মেহেদী, বিভিন্ন রকমের চকলেট ছোট্ট বন্ধুদের মাঝে বিতরণ করে থাকে।

 

ফ্লাওয়ার্স বাংলাদেশ প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু বলেন সংগঠনের সদস্যরা তাদের নিজেদের ঈদের খরচের একটি অংশ টাকায় এই ছোট্ট বন্ধুদের জন্য ব্যয় করে থাকে। ফ্লাওয়ার্স বাংলাদেশের এ আয়োজন ছাড়াও শিক্ষাবৃত্তি, ব্লাড ক্যাম্পিং, নতুন কর্মসংস্থান করে দেয়া, মাদক বিরোধী জনসচেতনতা, বিভিন্ন শিক্ষা উপক্রম বিতরণ সহ সামাজিক বিভিন্ন কাজ করে থাকে।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা শুধু একটি আয়োজন নয়, বরং এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন ভালোবাসার হাত ছড়িয়ে পড়ুক আরও বহুদূর, যেন সমাজের প্রতিটি শিশুর জীবন ভরে ওঠে আনন্দে।

-দুরন্ত ডেস্ক