ইভেন্ট নিউজ

Glory Girls Tech Fest 1.0: প্রযুক্তিতে নারী নেতৃত্বের নতুন ঠিকানা

 

মেয়েদের মধ্যে প্রযুক্তি, বিজ্ঞান, উদ্যোক্তা-চর্চা এবং নেতৃত্বগুণ বিকাশে দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশেষ ইভেন্ট “Glory Girls Tech Fest 1.0”। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়পর্যায়ের মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতা তুলে ধরতে পারবে।

ইভেন্টটির রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১ মে এবং চলবে ৯ জুলাই পর্যন্ত। প্রাথমিক ফলাফল প্রকাশিত হবে ১৮ জুলাই, কুইজের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ২৫ জুলাই এবং ফাইনাল রাউন্ড সম্পন্ন হবে ১ আগস্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এ।

ইভেন্টটিতে তিনটি প্রধান সেগমেন্ট থাকছে:

১. 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁 𝗦𝗵𝗼𝘄𝗰𝗮𝘀𝗲

ক্যাটাগরি: জুনিয়র (ক্লাস ৬-১০), সিনিয়র (কলেজ ও বিশ্ববিদ্যালয়)

টিম: ২-৩ জন

রেজি. ফি: প্রিলিমিনারি ৩০০ টাকা, ফাইনাল ১২০০ টাকা

পুরস্কার:

চ্যাম্পিয়ন (Glory Innovator Champion): ২০,০০০ টাকা

১ম রানার-আপ (Glory Tech Visionary): ১২,০০০ টাকা

২য় রানার-আপ (Glory Future Creator): ৮,০০০ টাকা

এছাড়াও থাকছে সার্টিফিকেট, মেডেল, প্রকল্প বাস্তবায়নে সহায়তা ও শিক্ষা সফর।

রুল বুক :https://bit.ly/3GBvNFB

২. 𝗜𝗱𝗲𝗮 𝗣𝗿𝗲𝘀𝗲𝗻𝘁𝗮𝘁𝗶𝗼𝗻

ক্যাটাগরি: কলেজ ও বিশ্ববিদ্যালয়

টিম: ২ জন

রেজি. ফি: প্রিলিমিনারি ২০০ টাকা, ফাইনাল ৮০০ টাকা

পুরস্কার:

চ্যাম্পিয়ন (Glory Tech Pioneer): ১৫,০০০ টাকা

১ম রানার-আপ (Glory Innovative Thinker): ১০,০০০ টাকা

২য় রানার-আপ (Glory NextGen Innovator): ৬,০০০ টাকা

থাকছে সার্টিফিকেট, মেডেল, পরামর্শ, প্রশিক্ষণ এবং শিক্ষা সফরের সুবিধা।

রুল বুক :https://bit.ly/4jBo1u3

৩. 𝗦𝗼𝗹𝗼 𝗤𝘂𝗶𝘇

ক্যাটাগরি: জুনিয়র (ক্লাস ৬-৮), সেকেন্ডারি (ক্লাস ৯-১২), সিনিয়র (বিশ্ববিদ্যালয়)

রেজি. ফি: ১০০ টাকা

পুরস্কার:

চ্যাম্পিয়ন (Glory IntelliStar): ৫,০০০ টাকা

১ম রানার-আপ (Glory Brainiac): ৪,০০০ টাকা

২য় রানার-আপ (Glory Smart Mind): ৩,০০০ টাকা

থাকছে সার্টিফিকেট, মেডেল এবং শিক্ষা সফর।

রুল বুক :https://bit.ly/43aMMHw

অংশগ্রহণের শেষ তারিখ ৯ জুলাই, তাই আগ্রহী মেয়ে শিক্ষার্থীদের দেরি না করে এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

👉 রেজিস্ট্রেশন লিংক: https://www.ictolympiadbangladesh.com/events/2

-অংকিতা রায় চৌধুরী